জন্ম হলে মৃত্যু হবে এটিই বিধাতার বিধান,  
তবু কিছু মরণ হৃদয় ভেঙ্গে করে খান খান।
বাংলাদেশের শিল্প-কাখানার করুণ অবস্থান,  
মাঝে-মাঝেই শ্রমিকেরা দিচ্ছে অকাল প্রাণ।  
শ্রমিক মৃত্যুর ঘটনাগুলো এমন মর্মান্তিক হয়,  
মনের অজান্তেই সবার চোখে অশ্রু ধারা বয়।
২৪ এপ্রিল সাভারে, অভিশপ্ত রানা প্লাজায়,  
দেশের ইতিহাসে ভয়াবহ ১ দুর্ঘটনা ঘটে যায়।  
দুর্ঘটনার সাথে সাথে সেনাবাহিনী খবর পায়,
তারা খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থলে যায়।
সেনাবাহিনী, ফায়ার বিগ্রেট আরও কত জনগন,
উদ্ধার কাজে যোগদান করে, উজাড় করে মন।
উদ্ধারকারীরা ৫ম দিনে শাহিনাকে দেখতে পায়,  
বাঁচার জন্য শাহিনা তখন আকুল আকুতি জানায়,
শাহিনাকে বাঁচাতে, সেনাবাহিনীর চেষ্টা আপ্রাণ,
দীর্ঘ ৩০ ঘণ্টা ধরে চলছিল রুদ্ধশ্বাস অভিযান।
শাহিনা যখন চলে যায় সকল চেষ্টা ব্যর্থ করে,
সেনা কর্মকর্তা আশরাফ তখন কান্নায় ভেঙ্গে পড়ে।
পাথরের মত শক্ত করে জীবন সৃজন করা যার,
কঠিন হৃদয়ও মানবতার কাছে মেনে গেছে হার।
দেশ ছাড়িয়ে বিদেশেও যাদের রয়েছে সুনাম,  
শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমি তোমাদের নাম।
সে দিন শুধু কাঁদনি তুমি, কেঁদেছে আকাশ,
কেঁদেছে বাতাস, কেঁদেছে বঙ্গ, কেঁদেছে বিশ্ববাসী,
ও আমার সেনাবাহিনী, তোমারা বাংলার নিঃশ্বাস,
তোমাদের নিয়ে অহংকার করি আমরা বঙ্গবাসী।  
যার জন্যে কেঁদেছে সেনা, কেঁদেছে বিশ্ববাসী,
পরমকরুনাময়ে তাকে যেন করে জান্নাতবাসী।