জীবনে অনেক বার তোমাকে দেখছি,
দেখবনা কেন? দেখার মত করেই যে,
বিধি তোমাকে আপন হাতে গড়েছে।
দেখিছি অনেক বার, ভাল ও লেগেছে,
কিন্তু সেই ভাল লাগা যে এমন ভাবে
মনের মধ্যে গেড়ে বসবে জানতাম না।
শুধু আমি কেন, অন্য যে কেউ দেখবে
তাকেই কমপক্ষে দ্বিতীয় বারের মত
তোমার প্রতি চোখ ফেরাতে হবে।


ভালবাসি কথাটি অনক বার ই তোমাকে
বলা হয়েছে, তুমি কিছু বলতে না,
আমি ধরে নিয়েছি, তুমিও আমাকে
ভালবাস, যেহেতু তুমি কিছু বলতেনা।
তুমি আছো আমার প্রতিটি হৃদস্পন্দনে,
তুমি আছো আমার বিশ্বাসের বন্ধনে,
নিঃশ্বাসে বিশ্বাসে মিশে আছো তুমি,
সকল অনুভূতিতে তুমি শুধু তুমি,  
উপলব্ধি করতে পারিনি ভালবাসা
আসলে কি! মুহূর্তেই মন উদাস হয়,
মুহূর্তেই মন কাছে পেতে চায়
কিন্তু এভাবে আর কতদিন!


তোমার আমার এই অদৃস্য সুতোর বন্ধন,
স্থায়ী রূপ দেয়ার জন্য আমার প্রস্তাবন।  
স্পষ্ট করে তুমি বলে দিলে আমায়,
ভালবাসলেই বিয়ে করতে হবে এমন নয়,


কিছু বুঝে উঠতে পারলাম না আমি,
শুধু এটুকুই ভাবলাম, যাকে আমি
জীবনের চেয়েও বেশী ভালবাসি
সকল কষ্ট ভুলার জন্য যার কাছে আসি,
সে যখন অন্যের বধূ হয়ে, আমার
সামনে দিয়ে যাবে, তখন আমার
কেমন লাগবে, এটা আমি বোঝাতে পারব না।  


ভেঙ্গে দিলে সকল আশা, বাধলে তুমি ঘর,  
পরকে তুমি আপন করলে, আপনকে-পর।


কিন্তু একটি বাস্তব সত্য হল তুমি এখনো,
নাকি আমাকে ভালবাস, এবং সত্যিই তাই
বেশ কিছু দিন পর পর যখন দেখা হয়,
তোমার কথা ও আচরণে তাই মনে হয়।


তুমি সব সময় একটি কথা বল, আমার
যত দুঃখকষ্ট লাগে, আমি যেন তোমার
কাছে চলে আসি, সকল কিছু করি যেন শেয়ার,
কিন্তু তা কি করে হয়! তুমি তো এখন অন্যের।


আমি তো এভাবে ছেয়েছিলাম না,
আমিতো এর মানে কিছু বুঝিনা।


সকল কিছু মিথ্যা হলেও একটি সত্য
হল, এখনো তুমি আমাকে ভালবাস।