এককালে ছিলনা বিদ্যুৎ
আমার গাঁয়ের ঘরে,
হাতপাখা থাকিত বাঁধা
খাটের এক কিনারে।
দুপুর বেলা গতর খেটে
আসিত বাপজান,
মায়ের হাতপাখাতে তিনি
জুড়াইতেন প্রান।
সন্ধে হলে শীতলপাটি
বিছাইতাম উঠোনে
রাত্রি কাটাইতাম আমরা
কেচ্ছা কোতুক শুনে।
বগলতলে যত্ন করে
আমার কাকা রোমিও
৫টাকার ব্যাটারি দিয়ে
শুনাইতেন রেডিও।
ছিলনা মোবাইল, ল্যাপটপ
কম্পিউটার খেলা,
গোল্লাছুট, কাবাডি খেলতাম
হইলে বিকেল বেলা।
সিএনজি অটো ছিলনা
স্কুল যাওয়ার পথে,
বন্ধুরা সব হেঁটে যাইতাম
হাত রাখিয়া হাতে।
বাজারঘাট ছিলনা কাছে
রাস্তা ছিল কাঁচা,
মোড়ের দোকানে চা বেচিতেন
আব্দুল করিম চাচা।
গাঁয়ের আরো কত স্মৃতি
ছড়িয়ে আছে মনে
হারিয়ে যেতে চাইগো আবার
সেই দিনে!! সেই দিনে!!