‘ভয়’ টাকে ভয় করবে না আর
রবির পরশ লাগলে প্রাণে।
উঠবে জেগে হৃদয় তোদের
ভরবে ভুবন আবার গানে।


ধর রে তুলে আলোর কৃপাণ
কাট রে যত আঁধার কালো।
দে ভেঙে দে ভয়ের নিশান
বদ্ধ দুয়ার আবার খোলো।


ভাঙ রে যত গৃহের প্রাচীর
কাট রে আছে শিকল যত।
প্রবেশ করুক কিরণ উষার
আঁধার হবে আপনি নত।


যাদের মুখোশ ভয়াল ভীষণ
আঁধার কোণে আছে বসি।
বিনাশ তাদের হবেই যখন
হানবে আঘাত আলোর অসি।


‘ভয়’ টাকে ভয় করিসনে আর
ডাকছে দ্বারে প্রথম রবি।
আলোর শিশু জাগরে এবার
বিজয়ী তুই হবিই হবি ।