পথের বাঁকে হঠাৎ ফিরে হয়েছিল দেখা
দিনের শেষে যখন আমি চলেছিলেম একা।
গাছের ডালে গেছে থেমে পাখির কলতান
আকশজুড়ে বাজছে তখন ঘুমপাড়ানি গান।
প্রথম দেখা, ছিল তখন সূর্য ওঠা ভোর ।
আজ নিবেছে সকল আলো, আঁধার ঘনঘোর ।
পুব আকাশে রাঙা নেশা, নবীন ছিল দিন ৷
ভুবন জুড়ে বাজত তখন স্বপ্নলোকের বীণ ।
মোহের বাঁধন কাটল কখন ফুরিয়ে গেল খেলা!
ক্ষণেক তরে থেমে থেকে আবার শুরু চলা ।
ভেবেছিলেম শুকিয়ে গেছে আমার আঁখির জল ।
উতল কেন হল তবে আবার হৃদয় তল?
বনের পথে দীর্ঘশ্বাসে উড়ছে ঝরা পাতা।
হাওয়ায় হাওয়ায় মৃদু স্বরে হারিয়ে যাওয়া কথা।
তেমনি হাসে ভোরের আকাশ, পাখিরা গায় গান,
ফুলের বনের দখিণ হাওয়া তেমনি মাতায় প্রাণ।
তোমার মুখের মধুর হাসি তেমনি অমলিন।
সবই আছে, বাজে না আর স্বপ্নলোকের বীণ।