আমি প্রেমে পড়ি বারবার
সেই শিশুটির প্রতি, সে খেলার পুতুলকে আপন ভেবে
বুকে নিয়ে শুয়ে থাকে বিছানায় ।


আমি প্রেমে পড়ি বারবার
সেই কিশোরীর প্রতি, আয়নায় নিজেকে দেখে সে হাসে
মনে মনে বলে, কী সুন্দর আমি!


আমি প্রেমে পড়ি বারবার
সেই তরুণীর প্রতি, সে সন্তানের নরম হাত ধরে নিয়ে যায় স্কুলে
স্বপ্ন দেখে, আমার সোনা যেন দুধে-ভাতে থাকে।


আমি প্রেমে পড়ি বারবার
সেই যুবকের প্রতি, রক্তদান করে সে গর্বিত হৃদয়ে ভাবে
এবার হবে অচেনা, অজানা কোন মানুষের সাথে রক্তের সম্পর্ক ।


আমি প্রেমে পড়ি বারবার
সেই পিতা-মাতার প্রতি, উদ্বিগ্ন হৃদয়ে তাঁদের রাত কাটে
প্রবাসী সন্তানের চিন্তায় ।


আমি প্রেমে পড়ি বারবার
সেই শিক্ষিত যুবক-যুবতীর প্রতি, যারা উচ্চকণ্ঠে বলে
যুদ্ধ নয় শান্তি চাই, চাই ন্যায়, চাই সমৃদ্ধি
কখনও প্রগতি ময়দানে, কখনও শাহবাগে, কখনও ওয়াল স্ট্রিটে...


আমি প্রেমে পড়ি বারবার
আমার কবিতার সাথে, ও ছড়িয়ে দেয় আমার ভালোবাসা
অন্য মানুষদের হৃদয়ে। পেতে থাকি নবজন্ম!


আমি বারবার প্রেমে পড়ি
তোমার নিস্পাপ, সরল মুখের প্রতি, শত দুঃখেও যে বলে
"আমি আছি, তুমি আছো আর আছে আমাদের ভালোবাসা
পৃথিবী আবার শান্ত হবে!"