দেওয়াল থেকে প্লাস্টার খসার মতো
খসে পড়ছে মানব মুখের আস্তরণ
কোনও রং নেই... নেই শৈল্পিক অভিব্যক্তি
শুধু অন্ধকার... ঘন অন্ধকার
প্রাগৈতিহাসিক গিরিপথ ।


সবজান্তা অহং নিয়ে ছুটে যাই অন্ধকারে
একটু চিনতে চাই, বুঝতে চাই রহস্য
মুখোশের পর মুখোশ
ইস্পাত দরজা আর মন্থর নার্ভাস সিস্টেম


এখন একটি মুখোশ নয়
মুখোশে অফুরন্ত মুখোশে
জন্ম মুখমণ্ডল প্লাস্টার সদৃশ
মাল্টিপল আইডেন্টিটি


তবু মুখ নড়ে, কথা হয়, অভিনয় শুধু অভিনয়
স্পন্ডেলাইটিস ঘাড় কাত হতে থাকে অবিরাম


দু'হাতের নরম মাটি লাগিয়ে দিই মুখোশে । তারপর!