তারা একসময় আমার শুভাকাঙ্ক্ষী ছিলো ; স্রোতের বিপরীতে গিয়ে আগত দিনের কবিকে বাঁচিয়েছে
তারা আলিঙ্গন চায়, ধ্বংসের দিকে আহবান করে
তারা চায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক খাঁচা ভেঙে বের হয়ে আসুক
তারা রক্তে মিশে থাকে, তাদের অভিমান বড্ড ক্লিশে
তারা চায় আমি যেন সেই বেহেস্তি আপেলে কামড় বসাই
তারা আমার মাটিতে গড়াগড়ি দেখতে ইচ্ছুক যদি অসংলগ্ন কথা বলে থাকি – তারা সেটাকেও সমর্থন করে
শুধু আফসোস
তারা আমাকে আর চেনেনা
ঘন্টা দুয়েকেই তারা আমাকে চেনেনা
আমি তাদের প্রভাব থেকে মুক্ত? তারা আমার হাতের পুতুল নয়?
তারা অভিমানী? অন্য শুভাকাঙ্ক্ষী চেয়েছি বলে?
শুভাকাঙ্ক্ষীর দল গোল্লায় যাক – ঘুমের চৌদ্দ গুষ্টি উদ্ধার করে – তারাই আমাকে বিছানায় পিষে ফেলে
তবে তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা না থাকলে – মহাকাল পেরোতাম কীভাবে?