বছর পেরিয়ে বছর শুরু পহেলা বৈশাখে
তখনই ইলিশ উঠে শিমুলের উচু শাখে
স্রোতস্বিনী পদ্মায় ঘোলা জলে নেয়ে
সুযোগ বুঝে দাঁও খুঁজে লম্বা বাঁশ বেয়ে।
একে তো জাতীয় মাছ তাতে আবার রাজা
তাই তো মূল্যমানে হবে কেন বাঁজা?
একটা বলদের দামে এক জোড়া ইলিশ
নিয়মিত পান্তা খেকোরা করে ফিস ফিস।
সোনার দামে ইলিশ খাব সেকি মোদের সাধ্য
একদিনের বাঙ্গালীরা সব বাজায় নানান বাদ্য
সুদখোর নাকি ঘুষখোর ওরা-
                কামিয়ে কোটি টাকা
সংস্কৃতির ধোঁয়া তুলে-
      বাঙ্গালীপনাটাকে করছে বুঝি পাকা
নামী-দামী ব্যক্তিদের সব হাত রেখে হাতে
পান্তা ভাতে ইলিশ খায় বসে এক সাথে।
সাগর পাড়ে আসরেতে ত্রিশ রকম ভর্তা
সানা হবে ভাজি হবে আয়োজক হোটেল কর্তা।
প্রকৃত বাঙ্গালীরা সব এসব দেখে ভাবে
এ কেমন যে রীতি এলো বাঙ্গালী স্বভাবে?
ঢাক পিটিয়ে খাচ্ছ ইলিশ-
             পান্তার লেবেল বুকে আটা?
বাঙ্গালী হলে পিয়াজ-মরিচে খাও-
             দেখি-কেমন বুকের পাটা।
৩০- ১২-১৪২২বাং