আন্তর্জাতিক শিক্ষক দিবসে
আমি আজ ঘরে ব’সে
অল্প সময়ে হিসাব ক’ষে
দুই হাতে কর গণি-


মনে পড়ে সকলের নাম
অচেনা অনেক ধাম
মনে বাজে অবিরাম
তাঁহাদের গম্ভীর ধ্বনি।


ডান হাত রেখে বুকে
মাথা নুয়ে অবনত মুখে
মনে করি মনো-সুখে
তাঁহাদের প্রচ্ছন্ন ছবি-


কর্তব্য কাজে দেখেছি সজাগ
বাচন ভঙ্গীতে কত যে সোহাগ
পাঠ শেষে সদা অনুরাগ
যেন এক-একটা উজ্জল রবি।


এ ধরার নিয়ম মতো
অনেকেই হয়ত হয়েছেন গত
যারা এখনও সদা জাগ্রত
আমার হৃদয় মাঝে-


শিশুকালে দেখেছি যেমন
আজও মগজে আছেন তেমন
কখনও ভুলিতে পারেনা এমন
সাদা-মাঠা ভদ্র সাজে।


আজি এদিনে প্রফুল্ল চিত্তে
তাঁহাদের সবার নিমিত্তে
প্রাথর্না করি মনো সঙ্গীতে
সুখে থাকো মহামতি-


এর চেয়ে বেশী আর
পারিনা কিছু করিবার
তাঁহাদের ঋণ শোধিবার
আমি যে অধম ক্ষুদ্র-অতি।


০৫-১০-২০১৫ইং