আবারও সিরিয়া উপকূলে
চলছিল পালতুলে হেলে দুলে
উত্তাল সাগরে তরঙ্গ স্রোতে
চৌদ্দজন যাত্রী,সিরিয়া হ’তে
জীবন বাজি রেখে,জীবন নিয়ে হাতে
কয়েকজন নিষ্পাপ শিশুও ছিল সাথে।
যারা অবুঝ,অমূল্য জীবনের দামে
উদাস,হাস্যকলরবে শত উদ্দামে
খোঁচা মেরে একে অপরের পেটে
বাড়ীর বন্দী জীবন হ’তে,সময় কেটে
যাচ্ছিলো ওদের খুব অনায়াসে।
তখনই একটা দুর্বিনীত বাতাসে
সাগরের শীতল নিথর জলে
ধাক্কা দিল,সজোরে ডিঙ্গীর তলে।
ছিঁড়ে গেল পাল,ছেড়ে দিয়ে হাল
মাঝি-মাল্লারা অবস্থা বুঝে বেহাল
পরমেশ্বরের অপার দয়ার চরণ তলে
সপে দিয়ে একে একে ঝাঁপ দিল জলে।
ততক্ষণে ছোট্ট ডিঙ্গী তরণীরে
গিলে ফেলেছে সাগরের নীল নীরে।


সিরিয় কোষ্ট গার্ড যাতায়াত পথে
ডুবন্ত ক’জনকে তুলে নিল জল হ’তে।
তবে চার বছরের ছোট্ট শিশুটির দেহ-
তার মাতা ও দাদাকে খুঁজে পায়নি কেহ।


শত মাইল দূরে, তুরষ্কের এজিয়ান উপকূলে
ছোট ছোট ঢেউ,দোলা দিচ্ছিল তাকে বালুচরে তুলে।


আরও একটি ভাবী দীপ্যমান-
জীবনের হ’ল চির অবসান।


দেশ মা’কে ছেড়ে যেতে আপন মায়ের সাথে।
১৯-০৯-২০১৫ইং।