হাতে নিয়ে দাঁতের মাজন         হঠাৎ হকার একজন  
               বিক্রির আগে লম্বা ভাষণ
বলে মাজনের গুণাগুণ          এতে আছে অল্প নুন
               দাঁত-রসা করবে শাসন ।
নীম কাঠের কয়লা               সাফ করবে ময়লা
               দাঁত করবে সুন্দর সাদা
ফিটকারী কষ                    জামালকুঠার রস
               ছোট এলাচ লবঙ্গ আদা ।
নড়া দাঁত করতে মজবুত        ক্ষমতা এর  খুব অদ্ভূত
               সুগন্ধি নিশ্বাস-প্রশ্বাস
আঙ্গুলে সহজ ব্যবহার্য      নামী দামী ব্রাশ অপ্রযোজ্য
               আর আছে লেবুর নির্যাষ।
দাঁত ভাল যার            পেট ভাল তার
               কোষ্ঠ কাঠিণ্য করবে দুর
পেট ভাল যার          স্বাস্থ্য ভাল তার
               বলীয়ান হবে যেমন অসুর।
একটার মূল্য পাঁচ    পকেটে লাগবেনা আঁচ
               নিয়ে যান অন্তত একটা
যিনি নিবেন দুটা             টাকা লাগবে মাত্র দশটা
               ফ্রি পাবেন একটা।
আব্দুলপুর হতে কাঁকনহাট       উত্তরে জয়পুরহাট
               মাঝে কতক বড় স্টেশন
ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ     দক্ষিনে মোবারকগঞ্জ
               মাঝে কতকগুলি জংসন।
আমার এই মাজন        ব্যবহার করে যে কজন
               সবাই আমাকে চিনে
চিনে আমার মাজন        যখন যার প্রয়োজন
               দোকান থেকেও কিনে।
কেউ যদি নিতে চান       করেন শুধু আওয়াজ দান
              পৌঁছে দিব সাথে সাথে
এক হাতে দিব               অন্য হাতে নিব
                নগদ নগদ হাতে হাতে ।
এখন নিলেও ভাল           না নিলেও ভাল
                  শেষ হল বিজ্ঞাপন
দেখুন মালিকের ফটোগ্রাফ  সেই সাথে অটোগ্রাফ
                করার সময় বিপনন।