এ কোন অঘটন নয়-নয় তো দুর্দৈব কপাল
এ নয় তো আদলতি সমন-না মানে দিন কাল,
তাই আমিও প্রস্তুত দেহে ও দেলে
দেয়া হবে কেন-নিয়েছি হৃদয় মেলে।
বয়সের হীরক জয়ন্তীর প্রাক্কালে
যথাযথ ভাবে উপস্থিত সকলে
বলা চলে
বিশেষ ভাবে সদলবলে
শেষ সম্ভাষণ জানাবে বলে
প্রস্তুতি চলা কালে
বিশেষ তিন ব্যক্তির অকালে
পরিকল্পিত আগমনের ফলে
বিদায় পড়ল দেরীর কবলে।
আমারও লাগল ভাল
আরও কিছু সময় থাকা হল।
গত চৌত্রিশ বছরে এমন দন্ড কত পল
হিসাব রাখিনি গড়িয়েছে কত জল।
কারো মুখ মলিন, কারো চেখে জল
কেউ ডুকরে কাঁদে, কেউ নিথর-অচঞ্চল
আমারও চোখের পাতা ভিজে গিয়েছিল
কেঁদনা কেঁদনা বলে মন শাসিয়েছিল।
আমি শুধু কম্পমান হাত খানা তুলে-
                    ছুয়ে কারো কপালে
দোয়া করে বলেছিনু-
ভাল থাক, ঝরে যেওনা যেন অকালে।
এমন আন্তরিক বিদায় ঠেলে-
মঞ্চে  দাঁড়াব কেন?-
               নিজেকে ধরতে মেলে?


কি বলব? বুড়ো হয়েছি বাপু-
               আমাকে যেও না ফেলে।
৩০-০৬-২০১৩ইং।