বাস থেকে নেমে         দুলালী যাচ্ছে ঘেমে
           দেখে নাটোরের স্তম্ভ
তালগাছ অপেক্ষা বড়      বটগাচ অপেক্ষা দড়
            দেখে হচে্ছ হতভম্ব।
ঘুরে দেখে চারিদিকে       লেখা আছে তিন দিকে
            শৃঙ্খলা একতা ঈমান
অমোঘ শব্দ গুলি        রেখেছে উপরে তুলি
            রাখতে ওদের মান?
তার পাদদেশে          এই বঙ্গ দেশে
            রেখেছে লৌহ কামান
রক্ষা করতে অই শব্দ?    নাকি করে দিতে জব্দ?
            লিখে দিলেই হত সাবধান-
ঐ দিকে বাড়ালে হাত     করা হবে বংশ নিপাত
            প্রচারে শেরওয়ানী খান
সাত কোটি বাঙ্গাল       হয়ে থাক কাঙ্গাল
      আদেশক্রমে মুহম্মদ আইয়ূব খান।
তাইতো এ বঙ্গে        কেউ কারও সঙ্গে
          একতার ধারেনা ধার
ঈমানের কি শক্তি       করাবে তারে ভক্তি
          শৃঙ্খলায় ব্যতিহার।
১৪-০৮-২০১৩ইং।।