মজনুর মেয়ে দটি জমজ
ওদের সাথে দেখা হয় রোজ।
বাজারে আসতে যেতে পথের মাঝে
কোনদিন সকালে কোনদিন সাঝে।
কয়দিন আগে গিয়েছে অগ্রজা
নানি বাড়ী ধরবিলা মৌজা।
ছোটটারে ডাকি কইরে অনুজা
এই দিকে আয় একটু শুনেযা।
উত্তর এলো আমি খুব ব্যস্ত আজি
পুতুরের বিয়ে বাড়ীতে এসেছে কাজি।
কাজির বেটা এতই পাজী
ঘুষ না দিলে হচ্ছেনা রাজী।
প্রেমের বিয়ে এতই বাজে
আগে আমি জানি না যে।


ঘটকালি কি এতই সোজা
শাকের উপর খড়ির বোঝা
প্রেম করায়েছ চুপে চুপে বসে
         তুমিই ওদের নিজে
নির্জনে একন ভাব বসে বসে-
         ভূল করেছ তুমি কি যে।
এখন তো সবে কাজির ভেলকিবাজী
বর দেখাবে শেষে ডিজিটাল রংবাজী।
২৮-০৪-২০১১ইং।