কলুর বলদ যখন
চোখ বাধা ঘুরে
শুকনো তিল হতে
বের করতে তেল।
তাতে আবার
দু মগ জল না মিশালে
পড়ে না এক ফোটাও।
অমন জল মিশানো তেলের মত
হৃদয় নিংড়ে
কষ্ট করে বের করা
বিন্দু বিন্দু ভালবাসা
আমার একদম ভাল লাগেনা।


ভিক্টোরিয়া জলপ্রপাতে
প্রতি সেকেন্ডে
দশ কোটি গ্যালন
পানি পতনের ফলে
বদবুদ উঠে যত
তারও চেয়ে বেশি ভালবাসা
যা ছুটাছুটি করে
কংকর্ডের চেয়ে দ্রুত
তোমার দশ দিক খোলা হৃদয়ের
গভীরে আর বাহিরে।
এমন না হলে-
আমার কিন্তু ভাল লাগেনা।


২০-১০-১৯৯৫ ইং