শরীরটাকে টেনে হিঁচড়ে
নিয়ে গেলে দৃষ্টির আড়ালে,
বেশী দূরে নয়, শুধু একটি দেয়ালে
সৃষ্টি করল অসীমের ব্যবধান।


কানটাকে করে ফেললে
অসহ্য রকমের শ্রবনহীন-বধির
শত ডাকা-ডাকি, দরজায় করাঘাত
ভাঙ্গতে পারেনি তোমার অভিমান।


মুখটাকে করে ফেললে
বোবাদের চেয়েও বোবা,
কণ্ঠ দিয়ে বেরুলনা এমন স্বর-
খবরদার-সাবধান।


মনটাকে রেখেছিলে-
কতটুকু নিজের কাছে?
হৃদয়ের মাঝে দু’হাতে চেপে?
কতক্ষণ?
যতক্ষণ আমি বর্তমান?


১০-০২-১৯৯৫ইং।