নববর্ষ,
তুমি যখন ইংরেজি সনে আসো
সাথে করে আনো-
দীর্ঘ রাত
হাড় কাঁপানো শীত
শিশির সিক্ত সকাল,
সকালের নাস্তা হিসেবে খেতে হয়
মুড়ি সহ খেজুরের ঠান্ডা রস।
তার পরই আশ্রয় নিতে হয়
সাঁজালের কাছে,
শরিরে একটু ওম আসে বটে
ততক্ষনে ধোঁয়াও
বারোটা বাজিয়ে দেয় চোখের।
তুমি কি বার বার এভাবেই আসবে?
আমার কিন্তু মোটেও সহ‌্য হয়না।


নববর্ষ,
তুমি যখন বাংলা সনে আসো
সাথে করে আনো-
প্রচন্ড গরম
কাঠ ফাটা রোদেলা দীর্ঘ দিবস।
উত্তর-পশ্চিম আকাশে
কৃষ্ণবর্ণ মেঘ
ঝড়-ঝঞ্জা
শীলা-বৃষ্টি
আর বজ্রপাত
তোমার এত যুদ্ধাংদেহী মনোভাব কেন?
তুমি কি বার বার এভাবেই আসবে?
আমার কিন্তু মোটেও সহ‌্য হয়না।


নববর্ষ,
তুমি যখন হিজরি সনে আসো
সাথে করে আনো
কারবালার হাহাকার
পিপাসা কাতর মানুষের আহাজারী
জয়নালের ক্রন্দন
সদ্য বিবাহিতা সখিনার অশ্রু।
ফোরাতের তীরে
তোমার এমন বর্বরতা কেন?
তুমি কি বার বার এভাবেই আসবে?
আমার কিন্তু মোটেও সহ‌্য হয়না।


বয়স তো কারোই কম হয়নি
প্রেয়সি হয়ে নয়
নববধু রুপে নয়
মমতাময়ী হয়ে এসো
স্বাগত জানাই।


০১-০১-১৯৯৪ ইং