বাংলা ভাষায় যত শব্দ
তার মধ্যে একটি মাত্র শব্দ
বলা যেমন কঠিন
অন‌্যেকে বুঝানোও তেমন শক্ত
বিশ্বাস করানো তো আরও অন্য রকম।
সেই ভালবাসা কথাটা
তুমি বললে-
দুরু-দুরু বুকে
খুব ভয়ে ভয়ে
মাথা নিচু ক‌‌‌‌‌‌‍‌‌‌‌‍‍‍‍‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‍‍‌‌‌‌‌‌রে
স্বপ্নের ঘাড়ে সওয়ার হয়ে।
দিনে ভাবিনা রাতেও না
তবুও সপ্নে দেখি
কাউকে বলোনা যেন।


বিশ্বাস করিনি তাই
কাউকেই বলিনি
শুধু তোমাকেই জিজ্ঞেস করেছিলাম-
কে সে ভাগ‌্যবান?
আর তুমি কিনা
একদম চুপসে গেলে
রাস্তা ধরে
গুন গুন করে
গাইতে গাইতে যাওয়া
সেই বালকটির মত।
যার কাছে পুরো গানটি
শুনতে চাওয়া হয়েছিল-
আরও একবার।
২০-০৫-১৯৯৪ ইং