সুন্দরের প্রতি প্রতিটি মানুষ
যুক্তিহীন ভাবে দুর্বল।
তোমার গায়ের রং
শরীরের গঠন
চোখের চাহনি
মেঘ-কাল চুল
প্রাণবন্ত হাস্যোজ্জল-
ঠোটের ফাকে
চকচকে সাদা দাত
সব মিলে-
রংতুলিতে আকা
মধুসূদন দত্তের
অমিত্রাক্ষর কাব্যের
দাত ভাঙ্গা শব্দের সাথে
মন কাড়া প্রচ্ছদের যেমন অমিল
তোমার মনও তাই।
শনাক্ত করতে গিয়ে
বারবার বিভ্রান্তির মধ্যে
সঠিক উত্তর অভাবে
চেয়ে থাকি অপলক।


তবুও হঠাত ঘুম ভেঙ্গে গেলে
প্রথমেই মনে পড়ে তোমাকে।


৩০-১০-১৯৯৪ ইং