ট্রেনে বা বাসে এবং
সচরাচর হেটে পথ চলতে
জ্ঞানী-গুনী, পরিচিত-অপরিচিত
ছোট-বড়, পুরুষ মহিলা
দেখা হয় অনেকেরই সাথে।
বিশেষত যারা সুন্দরী না হলেও
প্রথম দর্শনে কেউই
বলতে পারবেনা কুতসিত,
হঠাত যদি দেখা হয়
এমন কোন যুবিতীর সাথে?
হয়ত সব পুরুষের জন্য
সাভাবিক বলেই
মনে যাগে অনেক কথা
ভূত বা ভগবান হলে
হত না আমারও


অজ্ঞাত যত গুনেই
হোক না গুনান্নিত
আপাদমস্তক-
যতটুকু পড়ে চোখে
মেলাতে চেষ্টা করি-
তোমার সাথে।
তোমার রুপের কাছে
আমার চোখে দেখা
সকলেই যায় হেরে।


কেউবা মমতাময়ী, সুভাষিনী
সুনয়না, সুহাসিনী
গন্ধমধুর সুকেশিনী।
কিন্তু তুমিযে তুমিই।
তুমি তো অনন্যা।


সব চোখ যদি হয় ভিন্নদর্শী
দেখুক সবাই আমার চোখে
কি অপরুপ তোমায় দেখি।


০১-০৪-১৯৯৩