হিসাবের পাতায়
দিন-তারিখ দিয়ে
জমা-খরচ সবই লিখা হয়
বাম এর চেয়ে ডানেই বেশী
বাকীর খাতা ত, তাই।
মাস শেষে যতসামান্য জমা হলেও
আস্তে আস্তে জের বাড়ে
বছর শেষে অঙ্ক হয় বড়।
হালখাতা মহরতের চিঠি আসে
নির্দ্দিষ্ট দিনও আসে-
পহেলা বৈশাখ।
ডানে বামে সমান
সব পরিশোধ।


আমার হিসাব অপরিশোধিত?
বছর ত এখনো শেষ হয়নি-
তাহলে বাকিতে ভালবাসা পাব না কেন?


পহেলা বৈশাখে
আমার কাছে
বুঝে নিও কড়ায়-গন্ডায়।


০৬-০৬-১৯৯৪ ইং