নিরবধি জেগে জোছনা এখনও, মনভোলানো রাতে
তার শাদারঙা মুখের ওপর ফুটে আছে সতরঞ্চির চাল
গেরুয়া প্রজাপতি অবচেতনে খুঁটে খেয়ে মগজ
ঢেঁকুর তোলে কৃতজ্ঞ বাসনায়; তার হারিয়ে যাওয়া,
হলদে পাঞ্জাবির কলারে লেখে গল্প; হ্যাঙ্কারে ঝোলে সুখ
আড়ালে বসে চড়কা কাটে রসিক রহস্যের মানুষ
আমি খুঁজি তাকে অনন্ত, বলি দেখা পেলে আড়ালে
"মিসির আলি, আপনি কোথায়?" আমিও অপ্রকৃতস্থ'
তিনি অন্য ভূ-লোকে বসে হাসেন মৃদু, কখনো বলেন,
'শোনো কবি, রহস্যের সাথে আবেগ মেশানো দুষ্কর'
আমি তার চোখের দিকে তাকিয়ে খুঁজি সন্ধানী প্রেম
তিনি জন্ম নিলেই আমি কবিতা লিখি, উৎসর্গী তাকে
রুপার মতো নীলাদ্রিও আমাকে খামবন্দি প্রণয় পাঠায়
'বলো কবি, যদি হিমু আরেকটু ভবঘুরে হতো, তবে
ঢাকা শহরটাতে বেশি কি একটা অনিয়ম হতো?'
আমি থাকি চেয়ে চুপ, দূরে সোনালি ফ্রেমের চশমা
আরো দূরে সোনালি বিকেল, ঝুলে আছে মেঘের সাথে
প্রত্যাশা, একদিন সে ফিরবে আমাদের সোনাঘরে