আমি মূলত কোথাও নেই; না প্রেমে, না ফ্রেমে
এই সর্বোত্তম উত্তমপুরুষ আমি কখনো হাসি
ভাঙা পেষণ দাঁতের নিচে ঝোলে আমার ঠোঁট
সে, ইদানিং কালোর চেয়ে বেশি কালো হতে চায়


আদতে আমি অলস, নিমগ্ন বসে শালিক দেখি;
আঁকি আমার পেইন্টিং, কোলাজ রঙ সব শূণ্যে ভাসে
ওদের জড় করতে তৎপর হই; গোধূলি হলে প্রাক্তন-
বিরহের প্রিজমে মোহ ফেলে পেয়ে যাই প্রেম


আমি মূলত কোথাও নেই; না ভবে, না শবে
এই গতিধারা মেনে নিয়ে জানালায় এসে বসি, হাসি
দেখি প্রেমিকের ফিরে যাওয়া; আশ্চর্য দিনবদল
আমার আমি বন্দি হই কাঁচফ্রেমে, আমিত্বের ছল