তোমাকে দেখা হয়নি অরু কদমের বেশে সাজানো মেঘে।
আগ্রহটা যদি বুঝতে পারতে একবার!
কাল বর্ষা অবধি অপেক্ষা করেছি শুভ্র হাতের।
সবকটা সাদা হলুদের বিন্যাস তোমাকে দিতে গিয়ে মুখ থুবড়ে পড়েছি ভীষণ ঘন তোমার চুলের তরঙ্গে।
অরু, কদম তোমার প্রতিরুপ এখনো মনে আছে সেই শ্রাবণে বলেছিলে।
শান্ত নিঃশ্বাসের ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া একেকটি সাদা ভ্রুণ দ্রুত এসে বিঁধে যেত আমার পিঠের ঠিক উল্টোটায়।