মনে কর,
আজ থেকে ত্রিশ-বত্রিশ বছর পর
রেল স্টেশনে তোর সাথে দেখা।
সমুদ্র জনতার স্রোতের ভিড়ে, আমাকে চিনবি তো?
বলবি তো, বন্ধু কেমন আছিস?


হঠাৎ
চলন্ত ট্রেনের ব্যস্ত কেবিনের জানালা দিয়ে,
উদাস মনে বাইরে তাকিয়ে থেকে,
যদি আমার চশমা পড়া চোখ দুটি দেখতে পাস,চিনবি তো?
মনে পরবে তো, চোখে চোখ রাখার গল্প?
ট্রেনের দোলনায় তুই দুলবি,
আমার দোলনায়, তোর মনটা দুলবে তো?


মনে কর,
উত্তাল তরঙ্গের স্বপ্ন ভঙ্গের সেন্টমার্টিনে আবার দেখা; একদম হঠাৎ!
ড্যাপ ড্যাপ করে তোর মায়া ভরা চোখে,
একত্রিশ সেকেন্ড তাকিয়ে আছি,
না চেনার ভান করবি না তো?
ভাটার টানে চলে যাওয়া স্রোতের মত কথা না বলে চলে যাবি না তো?
বলবি তো, বন্ধু চিনি তোকে, চল্লিশ বছর ধরে!
সমুদ্র যেমন চিনে সেন্টমার্টিনকে।



একুশে পদক, কিংবা শ্রেষ্ঠ বিজ্ঞানির বড় অনুষ্ঠানে__
তুই যদি মধ্যমণি হোস,
প্রশংসার জোয়ারে আর ফুলেল পথের লাল গালিচায়
হেটে হেটে মঞ্চে উঠার সময়,
বাম পাশে তাকিয়ে দেখিস
একজন দর্শক মুগ্ধ চোখে তাকিয়ে আছে বন্ধুটার দিকে
চুরি করে একটা চোর তোর প্রাণ খোলা হাসি দেখতে এসেছে
অপরাধী আমাকে মানুষের ভিড়ে, খুজবি তো?
খুজে বের করে, সবজান্তার মত বলবি তো,
জানতাম তুই আসবি, আসবি-ই!!
সভাসদের সব্বাইকে অবাক করে, পুরাতন বন্ধুটাকে বুকে নিয়ে বলবি তো, কেমন আছিস?
কেমন থাকিস রে বন্ধু??


কোন ব্যস্ত নগরীতে কিংবা সাগরের তীরে,
পথের বাঁকে কিংবা মাঠের প্রান্তরে,
অফিসের করিডোরে, মার্কেটের দুই তলা সিঁড়িতে
কিংবা ক্রস করা দুই ট্রেনের দুই জানালাতে হঠাত যদি চোখাচোখি হয়
কিংবা হঠাৎ যদি দেখতে পাস আমাকে
বলিস, বন্ধু কেমন আছিস?
কেমন থাকিস রে তুই?


হৃদয়ে আসন পেতে বসে থাকা বন্ধু
চিনে নিস আমাকে
হঠাৎ যদি আবার হয় দেখা
......যদি আবার হয় দেখা!