ছিলাম আমি শিল্পী আগে
হয়েছি এখন কবি,
তিনু বলে ডাকতাম তোমায়
এখন পৃথিবী।


ভার্সিটিতে এসেই প্রথম
তোমায় ভাল লাগা,
সেদিন তোমায় মনে হল
কচি লাউয়ের ডগা।


মনের থেকেই বাসলাম ভাল
পেতে তোমার মন,
অর্ধযুগ কেটে গেল
করতে তোমায় আপন।


আপন হয়েও হলেনা তুমি
আমার পৃথিবী,
পরিবারের চাওয়া টা কি
বড় চাকরিজীবী?


সবার মত চাকরি-বাকরি
আমারও একদিন হবে,
ততদিনে তুমি কি আর
আমার জন্য রবে??


টাকা-পয়সা,বাড়ি-গাড়ি
সব বেকারেরই হয়,
দরকার শুধু তার জন্য
কিছুটা সময়।


সেই পর্যন্ত ধৈর্য্যই যদি
ধরতে না পারো,
দরকার নেই ভালবেসে
রাণী হবার কারও।


ভালবাসা হয় যদি
বড় অপরাধ,
নারী-পুরুষ সবার মনেই
জাগে কেন সাধ??


ইচ্ছে ছিল বাঁধব একটা
ভালবাসার ঘর,
তোমার বুকেই মাথা রেখে
থাকব জীবনভর।


চলতে-ফিরতে সবসময়ই
তোমায় পরে মনে,
জলস্রোতের মিলনমেলা
দুচোখেরই কোনে।


স্বাধীন মনের স্বাধীন হাসি
এখন আর নেই,
আমার মধ্যেই খুজে পাইনা
আগের আমাকেই।


দুঃখ নেই যদিও আজ
আমি বড় দুঃখী,
তবুও যেন সৃষ্টিকর্তা
তোমায় করে সুখী।


রং-বেরং এর পৃথিবীকে
বেসেছিলাম ভাল,
সেই তোমাকেই হারিয়ে আজ
আমি সাদাকালো।।