আমার রক্তে তোমাদের বিষ,
প্রতিনিয়ত মিশিয়ে যাচ্ছ ।
আমি জানি সম্পূর্ণ রুপে,
শেষ মৃত্যু তোমরা দেবে না আমায়।
আমার শেষ মৃত্যু যদি নামায়,
তোমাদের অর্থনৈতিক বিপর্যয়,
তোমরা কাপুরুষ তাই সর্বদা থাকে ভয় ।
প্রতিদিনের মৃত্যুতে তোমাদের আনন্দ,
প্রতিক্ষণের যন্ত্রণায় তোমাদের উল্লাস ।
মৃত্যু যন্ত্রণায় আমার আর্তনাদে,
তোমাদের চোখ চকচক করে উঠে।
তোমরা কি কখনো ভেবেছ ?
আমি নিশ্চিহ্ন হলে তোমরাও বিলীন হবে।
তোমরা কি ভুলে গেছ?
তোমাদের জন্ম আমার ভেতর ।  
আজ আমার ভেতরে বসেই আঁকছ  
আমাকে মারার পরিকল্পনা।
তোমার জাত ভাইয়েরা প্রতিনিয়ত,
তোমাদের দিচ্ছে বিষ ।
ঠিক তেমনি ভাবে,
যেমন করে তোমারা দিচ্ছ তাদের ।  
বেশ তবে তোমরা দেখে নিও এর শেষ ।
এর শেষ শূন্যে,নাহয় ভালবাসায় ।
যদি হয় উপলব্দি নিঃস্বার্থ মানবতায় ।