তোমার অপেক্ষায়
জাগ্রত মনে কল্পনার ধরায়
দেখছে সপ্ন হৃদয় পাখি এই মেলায়।


তুমি আসবে কি আবার ফিরে
তৃষ্ণা সাগর তীরে
কোনো এক সময়, কোনো এক সন্ধ্যা বেলায়।


তোমার জন্যে প্রিয় ঘুম আসে না দুচোখে
ক্লান্ত হৃদয় আহত হলো বিষাদের শোকে
শুধু মনের আবেগপূর্ণ আশা নিরাশায়।


দীর্ঘ সময়ের দোলনায় দোল খেতে খেতে
ঝরা ফুলে ভরে গেল মন সন্ধ্যা আর প্রভাতে
তবুও বসে আছি তোমার অপেক্ষায়।


আর ক'ত দেরি হবে গো তোমার
হৃদয় ভেঙে হলো যে চুরমার
প্রেমের টানে এই বেলায়।


কেন করো এতোটা অভিনয়
তোমার অভিমানে স্পর্শ করে হৃদয়
মসৃণ প্রীতি আর এক দুর্লভ ভালোবাসায়।