দীর্ঘ অপেক্ষার সাথে দেখা হবে
পুজোর ঘরে নির্জনে
দু'হাতে চন্দন আর ফুলের  সাজিতে
অক্ষর যাপন করি শব্দের বাগানে।


নদী,পাখি,,আকাশ ছুঁয়ে যায়
অক্ষর কথা ভীড়ে
প্রতিদিন, প্রতিরাতে তুমি আছো
আমার কবিতা ঘিরে।


রোজ তোমাকে চুম্বন করি
ঠোঁটে শব্দ ঘষে ঘষে
দীর্ঘ অপেক্ষার সাথে দেখা হবে
আজ পুজোর ঘরে বসে।