গরিব মানেই অর্থ- অভাব  
গরিব মানেই দেনা
গরিব মানেই আঁধার জগত
স্বপ্ন বেচাকেনা।

গরিব মানেই মটকা গরম
ভাঙা মাথার খুলি
গরিব মানেই শোষণ পীড়ন  
তিরস্কারের ঝুলি।

গরিব মানেই ঝুট-ঝামেলা  
নিত্য মনের ক্ষয়
গরিব মানেই নরম মাটি  
পিছল খাওয়ার ভয়।

গরিব মানেই বস্তি -বাড়ি
ভাঙা টালির চালা
গরিব মানেই ছন্দ-পতন  
ভীষণ দুখের জ্বালা।

গরিব মানেই ঝগড়াঝাঁটি  
গরিব মানেই ভ্রম
গরিব মানেই স্বল্প আয়ে  
কঠোর পরিশ্রম।

গরিব মানেই কাজের খোঁজ  
জোর কদমে ছোটা
গরিব মানেই ঝুড়ি কোদাল  
সেই লাঙলের বোঁটা।

গরিব মানেই তপ্ত মাটি  
দগ্ধ পোড়া ঘা
গরিব মানেই মাথার ব্যামো  
হোঁচট খাওয়া পা।

গরিব মানেই জ্ঞানহীনতা  
গরিব মানেই আড়ি
গবির মানেই ডাণ্ডা হাতে  
ভীষণ মারামারি।

গরিব মানেই অন্ধ- আইন  
গরিব মানেই দুষী
গরিব মানেই পোড়া-পেট  
নুন-ভাতেতেই খুশি।
----------------------------------