প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কিছু বলো না
কষ্ট অনেক বাড়ে - সে তুমি বুঝবে না
অথচ একই পথে হেঁটে  যাওয়া  
আর একটা মানুষের  অভিনয়ের কৌশলে
আটকে যাও
তুমি বুঝেও একাত্মা হও
বারবার  ঠেলে ফেলে  দেওয়া জীবনের মাঝে
তুমি উঠে দাঁড়াও
কী অসীম সহ্যশক্তি তোমার
তবুও তোমার নিজস্বতা হারায়
আমিও তোমার কাছে শুধু প্রার্থনা করি
তোমার হৃদয় থেকে খসে পড়া
টুকরো টুকরো ভালবাসা

আমার মনে দাগ রেখে যাও।