শুধু কি সম্পর্ক?
যে হৃদয়ে  এতদিন
আমার জন্য পরিপূর্ণতা ছিল
রঙিন আলো ছিল, সুন্দর ফুল ফুটেছিল
সেখানে আজ নিঃসঙ্গ অন্ধকার
কেবলই সম্পর্কের দোলাচল
আর সন্দেহের  আবহে অবহেলা
শুধু  মনের সাথে মনের  মিলনে
দাদা ও ভাইয়ের  নিবিড় বন্ধন

আজও এই সম্পর্ক শুধু অপেক্ষায়....