বয়স বাড়ে
সংসার টানে
মুক্ত এই পৃথিবীতে কত না মায়া
নিজস্ব বাসনায় বিভোর  
পরিবার থাকে রাজ সাক্ষী

দিনের আলো  নেভার  শেষে
জাগতিক  শক্তির  টান

একটু  শান্তির  আশ্রয়
প্রকৃতির  খোলা  হাওয়ায়  মন ভাসে

আত্মভোলা  বন্ধনের স্বপ্ন  দেখি
সততা , নিষ্ঠাবান  এই আদর্শে ব্রত

পরিবার  আর প্রকৃতি
মিলনের নতুন অধ্যায়  


এই পরিচয় ই  
তোমার আমার আদর্শ বন্ধন।