রাত্রীরা কি টের পায়?
সকাল হলেই গান গায়?
যাচ্ছি চলে, একলা হলে আর পাবেনা আমায়!
যন্ত্রণাতে বুক চেপে,
দুঃখ পেও অংক মেপে,
হিসেব রেখো, কেদোনা ভুলেও যদি মৃত্যুও আসে বুক ফেঁপে!
যদি হুট করে এক সোনার মানুষ,
সাথে নিয়ে সুখের ফানুশ,
জানায় তোমায় তোমার মানুষ, দুঃখ হবে নিঃশেষ
তবুও প্রতিক্ষাতেই থেকো,
রাত্রী পানে চেয়ো,
উতরে দিবে সকল দুঃখ অন্ধকারে কেঁদে!
এ শহরটা মায়ার জাদু,
আলোর মাঝে সবাই সাধু,
সময় বুঝে এমন হবে, বাঁচবে নাকী হায়
তখন বেঁচেই থাকা দায়!