পৃথিবীর তরে,
জন্মেছে যে সেই তো মরে
বাঁচি বাঁচি বলে,
যা নিয়েছি তুলে,
সবই রবে পড়ে
বানিয়েছি যা কিছু,
শুধু মিছু মিছু হবেই যে হবে ক্ষয়
সাড়ে তিন হাত মাটি দিয়ে তৈরী যে ঘর,
সেই তো কেবল রয়।


একথা মগজে গেঁথেছে সবার, যত্নে রেখেছে অতি
অথচ আঠাশ বাড়ি করেছে দেখো হয়ে মহারথী!