আকাশের নীল মেঘ
গোলাপের মিষ্টি গন্ধ,
বয়ে আনে তোমার সুধা
স্বশরীরে অন্তরঙ্গ।
তোমার ওই ঠোঁটের ওপর
আলতো মিষ্টি হাসি।
আমার মনকে করে তোলে
আরও উদাসী।
অঘ্রানের সেই ক্ষেত ভর্তি ধান
দুয়ারে করে ঢেঁকির আহ্বান।
তুমি কি আছও এই বিশ্বভূবনে
আছও কি মোর মাঝে?
না থাকলেও তোমায় আমি খুঁজব সকালসাঁঝে।