বাগানে বড়ো গাছের আড়ালে
জেগে উঠেছে একটি ছোটো চারা।
তার চোখে অনেক স্বপ্ন!
ফল দেবে ফুল দেবে,
দাঁড়িয়ে সে প্রহর গোনে
হঠাৎ ধারালো কাঁচির চাপে তার স্বপ্নগুলো
লুটিয়ে পরে মাটিতে
ভেসে যায় সব
চোখ ছলছলিয়ে ওঠে
তবুও সে হার মানার নয়
আবার হাত-পা মেলায় দিগন্তে
আবার স্বপ্ন বোনে সবুজ সুতো দিয়ে
হঠাত চোখ অন্ধকার হয়
কোদালের চাপে উঠিয়ে দেওয়া হয় তাকে
নিমেষেই ভেঙ্গে ফেলা হয় সব স্বপ্ন
একটি সাজানো ঘড়।