এখনো রাতের স্বপ্নে আঁতকে উঠি
শুনতে পাই আমার মৃত বোনের চিৎকার।
শ্মশানের সামনে দিয়ে যাবার সময়
নাকে ভেসে আসে আমার ভাইয়ের
পোড়া ছাইয়ের দন্ধ।
আজ সওর বছর পেরিয়েছে তারা গত গয়েছে
কিন্তু আজো তাদের ওপর অত্যাচার থামেনি।
পেপারটি প্রতিদিনই বলে ওঠে,
ভাই-বোনেদের মৃত্যুর কাহিনী।
তবে কি আবার ফিরে এলো
সওর বছরের আগের শত্রুরা!
নাকি অন্য কিছু
কিসের জন্য এত আইন
কিসের জন্য এত আদালত
জবাব চাই!