মায়াবিনী এক সন্ধায়
তুমি আসলে আমার দ্বারে
ভূলিয়ে দিলে দুঃখ সকল,
নিভীয়ে দিলে অন্ধকারে।
চাঁদের মত হলুদ শাড়ী
কপালে ছোট্ট টিপ
নববন্ধুর সাজে এসে
ঘড়ে জ্বালালে হাজার দিপ।
তোমার চোখের চাহুনিখানি
নীল সাগড়ের জল
বলে শুধু আমায় খালি
তোমার হাতটা ধরে চল।
ঠোটের মাঝে ঠোটের ছোয়া
আলতো মুখে হাসি
তাইতো তোমায় আমি সখী
এত ভালোবাসি।