রাস্তার একপাশে অনেক কটা কবিতা দাঁড়িয়ে
কয়েকটা দুঃখের, কয়েকটা বেদনার, কয়েকটা আনন্দের তো কয়েকটা ভালোবাসার;
সবার প্রথমে দাঁড়িয়ে আছে একজন কবি।
খানিক বাদে রাস্তায় এক যুবক গাড়ি চাপা পড়লো
কবি দৌড়ে গিয়ে সাহায্য করলেন না বরং সেদিকে
একটি বেদনার কবিতা ছুড়ে মারলেন।
পৃথিবীতে জলের হাহাকার; কবি নিজের বাড়ির ট্যাপ ছেড়ে
পৃথিবীর জন্য একটি সতর্কতার কবিতা ছুড়লেন।
দেশে কালো রাজনীতি চলছে, কবি চিৎকার করে না আজ বরং একটি কবিতা ছুড়ে মারে।
কবিতার পর কবিতা, কবিতার পর কবিতা
রাস্তার পাশে সায় ধরে কবিতা দাঁড়িয়ে আছে।
আজ মানুষের মৃত্যুতে কবিতা ছুঁড়ে মারা হয়।
বিঞ্জাপনের দেওয়ালে কবিতা ছুঁড়ে মারা হয়।
কাপড়ের বদলে কবিতা ছুড়ে মারা হয়।