অনেকদিন পর আজ ডাইরি খুলে বসেছি
কবিতা লিখবো বলে,
মনে চলছে উথার-পাথার জোয়ার-ভাটা,
তৈরি হচ্ছে কত শত লাইন।
মন সাজাচ্ছে কত গল্প, কত গুঞ্জন,
কিন্তু কলম নিশ্চুপ।
কিছুই লিখতে পারছেনা সে,
মনটা যেনো সেই জোয়ার-ভাটার স্রোতে
ভেসে যাচ্ছে অতীতে।
মনে পরছে কৃষ্ন চুড়ার প্রথম দেখার কথা..
আজ বোধ হয় আর লেখা হবেনা-
ডাইরিটা বন্ধই থাক।