বাছা তুই ভালথাকিস, গেলাম আমি চলে।
মা তুই কোথায় যাবি? আমায় একা করে?
কোথায় আর যাব বাছা, দেখনা ভূবন চেয়ে,
যাদের জীবন দিয়েছি আমি তারাই নেবে জীবন কেড়ে।
ফুল দিয়েছি ফল দিয়েছি দিয়েছি থাকার বাসা।
সব থেকে বেশি দিয়েছি বাঁচার জন্য আশা।
সেই মানুষই আজ আমার জীবন কেড়ে নিয়ে,
মেয়ের বিয়ের পাত সাজাবে রসগোল্লা দিয়ে।
বুদ্ধি দেখে ভাবি মোরা অবাক হয়ে চেয়ে,
মানুষ নামের অমানুষদের পুষছি বাতাস দিয়ে।
দেখিস বাছা, আমরা একদিন সবাই যাব ফুরিয়ে,
সবুজ হবে ফর্সা শরীর, বাতাস খাবে কুড়িয়ে।
সেদিন মড়া চোখে শুয়ে ভাববে ওরা মনে,
মেয়ের বিয়ের পাতটা সাজিয়েছিলাম রসগোল্লা দিয়ে।