ছোটোবেলায় পুজো এলেই মস্ত খুশি হতাম
বছর শেষে বিরাট বড়ো একটা মজার ছুটি পেতাম।
গোরুর গাড়ি চরে আসতাম নিজের সেই গাঁয়ে
গা তো নয় সোমার বাংলা, আমার বক্ষ তার পায়ে।
পাখি জাগানো ঘুম ভাঙ্গানো সকাল বেলার আকাশ
গাছের পাতার দোলায় পেতাম মিষ্টি সুবাস বাতাস।
রাতের বেলায় জোনাকিগুলো খিলমিলিয়ে হাসে
ভোরের বেলায় সুয্যি ওঠে বাঁশ বাগানের বাঁকে।
কোকিল গুলোর কুহু ডাকে শিউরে ওঠে গাঁ
সরষে ফুলের বাগান দেখে, মন বলে পাগল হয়ে যা।
জৈষ্ঠ মাসে মোর বাড়িতে দারুন মজা হয়
রাতের বেলায় ঘুম হয়না, আম কুড়োনোর ভয়।
বর্ষারই ওই কোমল দিনে জুরিয়ে যায় প্রান
মনশুধু গেয়ে ওঠে রবিঠাকুরের গান।