অনুকাব্য-
-
-
হে কবি
লিখছো কতই মহাকাব্য
রজনীতে বসে,
ভাবছো কেন
লুট হবেনা বিদ্যা তোমার
পড়বে নাকো ধসে।
হে কবি
কেন তবে করছো লড়াই
আপন মনের সাথে,
দেবে তুলে
মানের থলি একে একে
তোমার আপন হাতে।