শূণ্য মরুর বুকে, খুঁজে ফিরি শুধুই একা
নির্বাক আমি তোমায় ভেবে,
অসহায় চিত্তে কেঁদে ফেলি মনে
দেখা হবে, হবেই হবে।


নিজের সাথে অবরোধ করি
তুলে প্রলয়, বৃষ্টি, ঝড়,
কেহ না জানুক, শুধু আমিই জানি
তুমি নও, নওকো আমার পর।


বৈশাখী স্মৃতি যাবে কি মুছে
যাবে কি গো পর হয়ে,
আশার মহল গড়েছিলে কেন
নীরবে গেছি সব সয়ে।


*******************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
পাঠকচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা দৈনিক সমকাল সুহৃদ সমাবেশ।