আমার নদীটা সেদিনও যেমন ছিল
চঞ্চল, বহমান , স্রোতস্বীনী।
আজও তেমনি আছে
ভবিষ্যতেও এমনটাই থাকবে।


শুধু বদলেছি আমি।
সেদিন শান্তিতে ছিলাম,
আজ সামান্য সুখী,
ভবিষ্যতে সেই স্রোতের তোড়ে
ভেসে যেতে পারি অজানা সেই দেশে,
যেখানে তুমি নাই, আমিই থাকব শুধু
পরিচিত কেউ নাই।