টিপ টিপ বরষায়
মনে পরে যায়-
কবে, কোথায়
প্রথম দেখেছিলাম তোমায়!


ভাবছি আমি শুধু তোমাকে
দেখে ভোরের হঠাৎ বৃষ্টি,
নদীর স্রোতে নিজকে ভাসিয়েছি
যেদিন দেখেছি ঐ বিদ্যুৎ দৃষ্টি।


শহর, রাজধানী, নগর
আর মফস্বলের পিচঢালা রাস্তায়
দেখি শুধু তোমারই মুখ
জমা থাকা বর্ষা জলায়।