ভালোবাসার ঘর সাজাবো
মায়া দিয়ে জড়িয়ে দেহের চাদরে,
মন দিও কায়া দিও, উজার করে আদর দিও, প্রেমের গভীরে ।


চোখে চোখে তাকিয়ে দুজনে স্বপ্নে,
হারিয়ে যাবো মোহর তীব্র গহীনে,
তোমার জন্য ভালোবাসা আছে আমার পরাণে ।


তোমার স্পর্শে, সংঘর্ষে, অনুভবে মিঠাবো প্রেমতৃষা,
পুষ্প প্রস্ফুটিত হলো সাধনার রাতে অবশেষে ঊষা।


আমার হৃদয় জুড়ে তোমার বসবাস,
আমার ভালোবাসায় রাঙিয়ে দিবো তোমায় বারো মাস।
মায়ার বাঁধনে বাঁধি মোহতে মুগ্ধ দুজন
প্রভাতে হলো আত্মপ্রকাশ।


আলিঙ্গনে দেহ মনের স্বাদ ফুরালো,
মুগ্ধতায় দুজনের আখি জুড়ালো।
তৃষ্ণা মিঠালো তোমার প্রেম- নদীর জল।
তৃপ্তিতে নামিলো পরাণে সুখের মহা ঢল।