একজন শিক্ষা অর্জনকারী ব্যক্তি আলোকিত প্রদীপের মতো,
সম্মান মর্যাদা সমকক্ষ মূল্যবোধ বিবেক-বিবেচনাবোধ নৈতিক পবিত্রতা রাখো জাগ্রত।


বিদ্যা বর্জনকারী ব্যক্তি আঁধারের সমতুল্য,
শিক্ষাই জাতির মেরুদণ্ড সুশিক্ষা
ফলে মিলবে তাহার সমমূল্য ।


দৃষ্টিহীন আর দৃষ্টি সম্পন্ন ব্যক্তি
কি সমান হতে পারে,
হে চক্ষুষ্মান  মানুষ শিক্ষা
অর্জন করো সুশিক্ষিত দক্ষ সুশিক্ষার ধারে।


পৃথিবীর প্রতিটি মানুষকেই অর্জন করতে হবে নৈতিক শিক্ষা,
নিম্নমুখী শিক্ষা অসদুপায় অবলম্বন করিলে পাবে ঘৃণ্য অনবরত ধিক্কা।


নৈতিক শিক্ষা ব্যতীত ব্যক্তি,জাতি উৎকর্ষ সাধন নাহি পাড়ে,
অপকর্ম করছে কে? মূর্খরা, নাকি উচ্চ শিক্ষিতরা ঘুষ দুর্নীতির কলকাঠি নাড়ে।